বিএনএ,ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে মাটি খোঁড়ার সময় আবারও কেজি ওজনের ১টি বোমা উদ্ধার করা হয়েছে।এর আনুমানিক ওজন ২৫০ কেজি হবে।বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে এটি উদ্ধার করা হয়। এ নিয়ে ৫টি বোমা উদ্ধার করা হলো।
এর আগে গত ৯, ১৪ ও ১৯ এবং ২৮ ডিসেম্বর বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের সাইট থেকে ২৫০ কেজি ওজনের ৪টি বোমা উদ্ধার করা হয়েছিল।পরে বোমাগুলো উদ্ধার করে টাঙ্গাইলের বিমানবাহিনীর ঘাঁটিতে নিয়ে ধ্বংস করা হয়।
বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান সংবাদ মাধ্যমকে বলেন, বোমাটি নিস্ক্রিয় করে নিরাপদ স্থানে নিয়ে গেছে বিমান বাহিনির বোমা নিস্ক্রিয়কারী দল।এলাকায় বেশ কয়েকবার এলাকাটি স্ক্যান করেও বোমাগুলোর অবস্থান শনাক্ত করা যায়নি।এগুলো মাটির বেশ গভীরে রয়েছে।এজন্যই স্ক্যানারে ধরা পড়ছে না।এখানে আরও বোমা থাকতে পারে বলে জানান তিনি।
বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাওয়া বোমাগুলো হয়তো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।তবে এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েরও হতে পারে বলেও জানান তারা।
বিএনএনিউজ/আরকেসি