বিএনএ, বিশ্ব ডেস্ক : যুক্তরাজ্যে সম্প্রতি করোনার নতুন ধরণ তাণ্ডব চালানো শুরুর পর সেই ধরন ছড়িয়ে পড়েছে এবার যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এই নতুন ধরন শনাক্ত হল এক ব্যক্তির শরীরে।
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে শনাক্ত হয়েছে ওই ব্যক্তি। তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। বুধবার (৩০ ডিসেম্বর) সিএনএননের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে এই ব্যক্তির কোনো ভ্রমণ করার ইতিহাস নেই।
কলোরাডো অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ধরন শনাক্ত হওয়া ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। তিনি যাদের সংস্পর্শে এসেছিলেন তাদের আলাদা করার ব্যবস্থা করা হচ্ছে।
বাইডেন-হ্যারিস কভিড-১৯ টিমের চিকিৎসক ডা. অতুল গাওয়ান্দে বলেন, শনাক্ত হওয়া ব্যক্তির কোনো ভ্রমণ ইতিহাস না থাকায় ধরে নিচ্ছি তিনি কমিউনিটি থেকে সংক্রমিত হয়েছেন।
বিএনএনিউজ/জেবি