29 C
আবহাওয়া
৪:২১ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকার বাইরে হাফ ভাড়া কার্যকর নয়!

ঢাকার বাইরে হাফ ভাড়া কার্যকর নয়!


বিএনএ, ঢাকা: বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করেছেন বাস মালিকরা। আগামীকাল বুধবার (১ ডিসেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে ঢাকার বাইরের শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর হবে না। শুধুমাত্র ঢাকার শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিয়য়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতি মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, কর্মদিবসে সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বাসে হাফ ভাড়া নেওয়া হবে। দেখাতে হবে ছবিযুক্ত পরিচয়পত্র। তবে ঢাকার বাইরে হাফ পাস নেওয়া হবে না। সরকারি ছুটিসহ স্কুল-কলেজের মৌসুমি ছুটির সময়গুলোতে হাফ ভাড়া কার্যকর হবে না।

তবে শর্তগুলো শুধুমাত্র ঢাকার ক্ষেত্রে প্রযোজ্য বলে জানান খন্দকার এনায়েত। সেক্ষেত্রে ঢাকার বাইরের জেলাগুলোতে যেসব শিক্ষার্থীরা চলাচল করবে তাদের বাসের সম্পূর্ণ ভাড়া পরিশোধ করতে হবে।

এদিকে, চট্টগ্রামে হাফ ভাড়াসহ নয় দফা দাবিতে বিভিন্ন স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা সড়কে অবস্থান করে আন্দোলনে নেমেছে। নগরীর ওয়াসার মোড়ে জাতীয় পতাকা হাতে নিয়ে ও নয় দফা দাবি প্ল্যাকার্ডে লিখে স্লোগান দেয় শিক্ষার্থীরা।

চট্টগ্রামে বাসগুলোতে হাফ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বিকালেই বৈঠকে বসছেন চট্টগ্রামের বাসমালিক সংগঠনের নেতারা। চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চট্টগ্রামে হাফ ভাড়ার বিষয়ে আমরা আজ বিকালে গণপরিবহন মালিকদের নিয়ে একটা বৈঠক করব। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নিব।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ