34 C
আবহাওয়া
২:২২ অপরাহ্ণ - মে ৫, ২০২৪
Bnanews24.com
Home » নাইকো দুর্নীতি মামলা,আদালতে সাক্ষ্য দিচ্ছেন কানাডার দুই পুলিশ

নাইকো দুর্নীতি মামলা,আদালতে সাক্ষ্য দিচ্ছেন কানাডার দুই পুলিশ

নাইকো দুর্নীতি মামলা,আদালতে সাক্ষ্য দিচ্ছেন কানাডার দুই পুলিশ

বিএনএ, ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য দিচ্ছেন কানাডিয়ান রয়েল পুলিশের সদস্য লয়েড শোয়েপ। সোমবার (৩০ অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটে  তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এর আগে সোমবার বেলা ১১টায় কেরানীগঞ্জ অস্থায়ী আদালতে যান কানাডিয়ান রয়েল পুলিশের দুই সদস্য কেবিন দুগ্গান ও লয়েড শোয়েপ। তাদের জবানবন্দি গ্রহণ করছেন ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান। এরপর তাদের জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। গত ২৮ অক্টোবর রাতে আলোচিত এ মামলায় সাক্ষ্য দিতে ঢাকায় আসেন তারা।

কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে করা চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতি সৃষ্টি এবং দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদক খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে। এরপর ২০১৮ সালের মে মাসে খালেদা জিয়াসহ আরও ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ১৯ মার্চ এ মামলায় খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন আদালত। এর পর সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

বিএনএ নিউজ/ ওজি /এইচ এ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ