14 C
আবহাওয়া
৪:১৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করতে যাওয়া ৩ ভাইয়ের ২জনকে খুন

দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করতে যাওয়া ৩ ভাইয়ের ২জনকে খুন

খুন

বিএনএ বিশ্বডেস্ক : দক্ষিণ আফ্রিকায় আবদুর রহিম (৩৫) নামে এক বাংলাদেশি খুন হয়েছে দুর্বৃত্তদের হাতে। শনিবার(২৯ অক্টোবর) রাতে ইস্টার্ন কেপ প্রভিন্সের স্ট্রেকস্প্রিট শহরের উজালা অঞ্চলে নিজের দোকানে এ ঘটনা ঘটে।এর আগে ২০১৫ সালে আবদুর রহিমের এক ভাই মো. তবারক আলী হত্যা করে সন্ত্রাসীরা। অন্য আরেক ছোটভাই মোবারক আলীর দোকান রয়েছে এই শহরে।

আবদুর রহিম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মধ্য কালিকাপুর গ্রামের সেকান্দার মুন্সি বাড়ির আলী আহম্মদের ছেলে।

রোববার দুপুরে নিহতের বড়ভাই মোহাম্মদ সেলিম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যায় আব্দুর রহিম। সেখানেই সে বিয়ে করেছে। আফ্রিকার উজালা অঞ্চলে দোকান দিয়ে ব্যবসা শুরু করে। ছুটিতে এসে গত আগস্টে বাড়ি থেকে আবার আফ্রিকায় ফিরে যায় রহিম। শনিবার রাতে তার দোকানের সামনে এসে দাঁড়ায় কয়েকজন অস্ত্রধারী। একপর্যায়ে দোকানের ভেতর ঢুকে রহিমকে গুলি করে হত্যা করে টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে চলে যায় তারা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ