বিএনএ ডেস্ক: এশিয়ার কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তানকে ১২৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান তোলে টাইগাররা।
মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান। ইনিংসের দ্বিতীয় ওভারে মুজিবের কাছে পরাস্ত হন নাঈম। ৮ বলে ৬ রান করে ফিরে যান তিনি।
পরের ওভারের শেষ বলে আউট হন এনামুল হক বিজয়। ১৪ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। দুই ওপেনারকে ফিরিয়েই ক্ষান্ত হননি মুজিব। নিজের তৃতীয় ওভারের তৃতীয় বলে বাংলাদেশ অধিনায়ক সাকিবকেও ধরাশায়ী করেছেন তিনি। ৯ বলে ১১ রান করে ফেরেন সাকিব।
এর আঘাত হানেন স্পিন জাদুকর রশিদ খান। মুশফিক-আফিফ দুজনকেই লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরের পথ ধরান রশিদ। মাত্র ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সাজঘরের পথ ধরার আগে পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে ২৫ বলে ২৫ রানের জুটি গড়েছিলেন আফিফ। এরপর ষষ্ঠ উইকেট মাহমুদউল্লাহ-মোসাদ্দেকের ৩১ বলে ৩৬ এবং সপ্তম উইকেট জুটিতে মোসাদ্দেক-মেহেদী হাসানের ২৪ বলে ৩৮ রানের জুটিতে ১২৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
সুপার ফোরে এক পা দিয়ে রাখা আফগানদের গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়ন হওয়ার জন্য করতে হবে মাত্র ১২৮ রান।
বিএনএ/এ আর