19 C
আবহাওয়া
৮:০৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » আফগানিস্তানকে ১২৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

আফগানিস্তানকে ১২৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

১২৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

বিএনএ ডেস্ক: এশিয়ার কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তানকে ১২৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান তোলে টাইগাররা।

মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান। ইনিংসের দ্বিতীয় ওভারে মুজিবের কাছে পরাস্ত হন নাঈম। ৮ বলে ৬ রান করে ফিরে যান তিনি।

পরের ওভারের শেষ বলে আউট হন এনামুল হক বিজয়। ১৪ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। দুই ওপেনারকে ফিরিয়েই ক্ষান্ত হননি মুজিব। নিজের তৃতীয় ওভারের তৃতীয় বলে বাংলাদেশ অধিনায়ক সাকিবকেও ধরাশায়ী করেছেন তিনি। ৯ বলে ১১ রান করে ফেরেন সাকিব।

এর আঘাত হানেন স্পিন জাদুকর রশিদ খান। মুশফিক-আফিফ দুজনকেই লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরের পথ ধরান রশিদ। মাত্র ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সাজঘরের পথ ধরার আগে পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে ২৫ বলে ২৫ রানের জুটি গড়েছিলেন আফিফ। এরপর ষষ্ঠ উইকেট মাহমুদউল্লাহ-মোসাদ্দেকের ৩১ বলে ৩৬ এবং সপ্তম উইকেট জুটিতে মোসাদ্দেক-মেহেদী হাসানের ২৪ বলে ৩৮ রানের জুটিতে ১২৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

সুপার ফোরে এক পা দিয়ে রাখা আফগানদের গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়ন হওয়ার জন্য করতে হবে মাত্র ১২৮ রান।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
দ.কোরিয়ায় সামরিক আইন জারি, আবার প্রত্যাহার, লংকাকান্ড সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত আ’লীগ আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে আইন মন্ত্রণালয়ের চিঠি ‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালা শুরু নতুন উপকূলীয় গ্যাস অনুসন্ধানেও বিনিয়োগ করবে শেভরন ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূমি হারিয়ে যেতে পারে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে কাজ করছে সরকার আইএলও কনভেনশন বাস্তবায়নে বাংলাদেশের পরিষ্কার রোডম্যাপ আছে--বাণিজ্য উপদেষ্টা সেন্টমার্টিনকে বর্জ্য মুক্ত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ