30 C
আবহাওয়া
৯:৩২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৫, ২০২৩
Bnanews24.com
Home » বাংলাদেশিদের ইতালি প্রবেশের বাধা কেটে গেল

বাংলাদেশিদের ইতালি প্রবেশের বাধা কেটে গেল

বাংলাদেশিদের ইতালি প্রবেশের বাধা কেটে গেল

বিএনএ ঢাকা: বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করেছে ইতালি। ইতালি প্রবাসীদের মধ্যে যেসব বাংলাদেশির রেসিডেন্সি কার্ড রয়েছে তারা দুই ডোজ টিকার প্রমাণপত্র প্রদর্শন সাপেক্ষে দেশটিতে ফিরতে পারবেন। ১ সেপ্টেম্বর থেকে এ আদেশ কার্যকর হবে। বাংলাদেশে রোমের দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

ওই পোস্টে বলা হয়, ‘ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরান্সে ২৮ আগস্ট, ২০২১ ইতালিতে প্রবেশ সংক্রান্ত একটি অধ্যাদেশে সই করেন, যা ইতালির সময় ৩১ আগস্ট ২০২১ (মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে) কার্যকর হবে।

ইতালিগামী যাত্রীদের অবশ্যই কিছু শর্ত মানতে হবে। সেগুলো হলো:-ভ্রমণের আগে তাদের অবশ্যই ডিজিটাল প্যাসেঞ্জার লোকেটার ফরম পূরণ করতে হবে।

ইতালিতে প্রবেশের ৭২ ঘণ্টা আগে যাত্রীকে অবশ্যই করোনার পিসিআর টেস্টের নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে। দেশটির বিমানবন্দরে পৌঁছানোর পর আবারও করোনা পরীক্ষা করাতে হবে।

এছাড়া, যাত্রীকে ডিজিটাল প্যাসেঞ্জার লোকেটার ফরমের উল্লিখিত ঠিকানায় ১০ দিন হোম কোয়ারেন্টিনে থাকার পর আবার করোনা পরীক্ষা করানোর জন্য দূতাবাসের পোস্টে বলা হয়েছে।

করোনা মহামারির মধ্যে ছুটিতে দেশে এসে আটকে পড়া ইতালি প্রবাসীরা তাদের কর্মক্ষেত্রে ফিরে যেতে বিভিন্ন সময় মানববন্ধন করেন।  ফ্লাইট চালু, বৈধ অভিবাসীদের বসবাসের অনুমতির মেয়াদ বাড়ানো ও সহজ শর্তে রি-এন্ট্রি ভিসা দেয়ার দাবি জানিয়ে আসছিলেন তারা। আর মধ্যে ইতালিতে প্রবেশের অনুমতি দিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিএনএনিউজ/আরকেসি

 

Total Viewed and Shared : 139 


শিরোনাম বিএনএ