31 C
আবহাওয়া
২:৩২ পূর্বাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

বিএনএ ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টিং ক্লাবে বাংলাদেশ সময় শনিবার বিকেল ৫টায় শুরু হয়েছে ম্যাচটি।

বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত একটিও টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি জিম্বাবুয়ে। ছয়টি সিরিজের তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ। বাকি তিনটি হয়েছে ড্র।

তবে দুই দলের সবশেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানে বেশ এগিয়ে ছয় বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেয়া জিম্বাবুয়ে। নিজেদের শেষ পাঁচ ম্যাচের সব কটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে রোডেশিয়ানরা। অন্যদিকে চার হারের বিপরীতে বাংলাদেশের অর্জন কেবল একটিতে জয়।

মুখোমুখি পরিসংখ্যান আশার আলো দেখাচ্ছে বাংলাদেশকে। দুই দলের মোট ১৬ দেখায় ১১ বারই শেষ হাসি হেসেছে বাংলাদেশ। আর জিম্বাবুয়ের অর্জন পাঁচ জয়। এমনকি মুখোমুখি সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।

এ সিরিজে বাংলাদেশ কোনো সিনিয়র খেলোয়াড়ের সার্ভিস পাচ্ছে না। জিম্বাবুয়ে শিবিরেও নেই তারকা পেইসার ব্লেসিং মুজারাবানি ও টেন্ডাই চাতারা। ইনজুরিতে তাদেরকে ছিটকে দিয়েছে পড়েছে সিরিজ থেকে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক, উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাখাবা (উইকেটরক্ষক), ক্রেইগ আরভাইন (অধিনায়ক), সিন উইলিয়ামস, ওয়েসলি মাধভেরে, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, তানাকা চিবাঙ্গা ও রিচার্ড এনগারাভা।

বিএনএ/ এ আর 

Loading


শিরোনাম বিএনএ