বিএনএ বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রে মেমোরিয়াল ডে পালনের সময় বিভিন্ন স্থানে গুলির ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। এ ছাড়া হতাহত হয়েছে আরও অনেক লোক।
যুক্তরাষ্ট্রের হয়ে বিভিন্ন যুদ্ধে প্রাণ দেওয়া সাহসী সৈনিকদের স্মরণে প্রতিবছর মে মাসের শেষ সোমবার মেমোরিয়াল ডে পালন করে দেশটির সর্বস্তরের মানুষ।
দেশটির অন্তত আটটি অঙ্গরাজ্যের সমুদ্র সৈকত, বিদ্যালয় এবং মোটরসাইকেল শোভাযাত্রায় গুলি, বন্দুক হামলা ও সহিংসতার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কিশোর-কিশোরীসহ রয়েছেন ৬০ বছর বয়সীরাও।
পুলিশ জানায়, দুটি গ্রুপের বাগবিতণ্ডা ও বিবাদ সহিংসতায় রূপ নেয়। যার মধ্যে ৯ জন ভুক্তভোগী হাসপাতালে ভর্তি হয়েছিল এবং আহতদের মধ্যে শিশুও রয়েছে।
বন্দুক সহিংসতার প্রথম ঘটনাটি ঘটে স্থানীয় সময় শুক্রবার বিকেলে। শিকাগো টেলিমুন্ডো এলাকায় নর্থ এভিনিউ বিচে দুটি দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শিকাগোর ঘটনায় কেউ নিহত হননি।
মেমোরিয়াল ডে পালন উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সমাধি ফুল ও জাতীয় পতাকায় সজ্জিত করা হয়। অনেক সিটিতে সাঁজোয়া যানে করে বর্ণাঢ্য প্যারেড অনুষ্ঠিত হয়।
বিএনএ/ ওজি