30 C
আবহাওয়া
২:৩৫ অপরাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৫
Bnanews24.com
Home » কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড,নিহত ১৪

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড,নিহত ১৪


বিএনএ, বিশ্বডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বড়বাজারে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই হোটেলে আগুন লাগে।

প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নেভাতে পারেনি দমকল বাহিনী। বুধবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ৮টা) উদ্ধারকাজ চলছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আগুন লাগার পর আতঙ্কিত হয়ে বেশ কয়েক জন হোটেলের কার্নিশে চলে আসেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা মই দিয়ে তাদেরকে নামিয়ে নিয়ে আসেন। কীভাবে এই আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখার জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। বুধবার ঘটনাস্থলে যাবে ফরেনসিক দল। তারা পুরো ঘটনাটি তদন্ত করে দেখবে।

এদিকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আগুনের ঘটনার পরপরই রাজ্য প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের উদ্ধারের জন্য অনুরোধ করেন। ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনা রোধ করতে তিনি অগ্নি নিরাপত্তা ব্যবস্থার কঠোর নজরদারি করার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে তিনি লিখেছেন, আমি রাজ্য প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তদের অবিলম্বে উদ্ধার, তাদের নিরাপত্তা নিশ্চিত এবং প্রয়োজনীয় চিকিৎসা ও মানবিক সহায়তা প্রদানের আহ্বান জানাচ্ছি।

বিএনএ/ ওজি/শাম্মী

 

 

 

 

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ