বিএনএ, বিশ্বডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশ তুরস্কের একটি সামরিক ঘাঁটিতে অজ্ঞাত বিমান থেকে বোমাবর্ষণ করা হয়েছে। তুরস্ক ওই এলাকায় মার্কিন মদদপুষ্ট কুর্দি সংগঠন পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে।
কুর্দি অনলাইন নিউজ সার্ভিস হাওয়ারা’র বরাত দিয়ে রাশিয়ার আরটি টেলিভিশনের আরবি বিভাগ জানিয়েছে, অজ্ঞাত একটি বিমান বৃহস্পতিবার আইন ঈসা শহরের কাছে বোমাবর্ষণ করে। তবে এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য ওই রিপোর্টে জানানো হয় নি। এ সম্পর্কে তুরস্কের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায় নি।
আইন ঈসা শহরের তাল আবিয়াদ এলাকা তুর্কি সেনা এবং ওয়াইপিজি গেরিলাদের মধ্যে বড় যুদ্ধের ময়দানে পরিণত হয়েছে। তুরস্ক কুর্দি গে ওয়াইপিজি রিলাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। তারা মনে করে তুরস্কের পিকেকে গেরিলা গোষ্ঠীর সঙ্গে ওয়াইপিজি’র সম্পর্ক রয়েছে। অন্যদিকে, দীর্ঘদিন ধরে ওয়াইপিজি-কে সমর্থন দিয়ে আসছে আমেরিকা।(পার্সটুডে)
বিএনএনিউজ/এইচ.এম।
Total Viewed and Shared : 131