32 C
আবহাওয়া
১০:০৫ অপরাহ্ণ - এপ্রিল ১, ২০২৫
Bnanews24.com
Home » দুদিনে ঢাকা ছাড়লেন প্রায় ৪১ লাখ সিমধারী

দুদিনে ঢাকা ছাড়লেন প্রায় ৪১ লাখ সিমধারী

ঈদের ছুটি নয় দিন নয়

বিএনএ, ঢাকা : ঈদুল ফিতরের ছুটিতে গত দুই দিন (২৮ ও ২৯ মার্চ) প্রায় ৪১ লাখ সিম ব্যবহারকারী রাজধানী ঢাকা ছেড়েছেন। রোববার (৩০ মার্চ) বিকেলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, গত দুইদিনে ৪০ লাখ ৯৪ হাজার ৬২১ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। এরমধ্যে ২৮ মার্চ ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭ এবং ২৯ মার্চ ২১ লাখ ৯৫ হাজার ৮৪ সিম ব্যবহারীকারী ঢাকা ছেড়েছেন।

এতে আরও বলা হয়, ওই দুই দিনে রাজধানীতে প্রবেশ করেছেন ১২ লাখের বেশি সিম ব্যবহারকারী। এরমধ্যে ২৮ মার্চ ৬ লাখ ১২ হাজার ৩৩২ এবং ২৯ মার্চ ৫ লাখ ৮৮ হাজার ৪ সিম ব্যবহারকারী রাজধানীতে প্রবেশ করেছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ