33 C
আবহাওয়া
৩:৪৩ অপরাহ্ণ - এপ্রিল ১, ২০২৫
Bnanews24.com
Home » মিয়ানমারে সাড়ে ১৬ টন ত্রাণ পাঠালো বাংলাদেশ

মিয়ানমারে সাড়ে ১৬ টন ত্রাণ পাঠালো বাংলাদেশ


বিএনএ, ঢাকা : জরুরি ভিত্তিতে বাংলাদেশ থেকে শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে ১৬.৫ টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। রোববার (৩০ মার্চ) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক (অপারেশন ও প্ল্যানিং) বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমীন।

তিনি বলেন, শক্তিশালী ভূমিকম্পের ফলে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে খাদ্য, পানি ও বাসস্থান সংকট দেখা দিয়েছে। এছাড়া জরুরি চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতি বাংলাদেশ মর্মাহত। সাড়ে ১৬ টন ত্রাণের মধ্যে রয়েছে, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, তাঁবু, মশারি, সোলারলাইটসহ জরুরি সহায়তা।

সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক বলেন, ‘মিয়ানমারে উদ্ধার অভিযানের জন্য সশস্ত্র বাহিনীর ২৬ সদস্যের বিশেষজ্ঞ অনুসন্ধান উদ্ধারকারী দল, ফায়ার সার্ভিসের ১০ সদস্যের উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে। এছাড়া চিকিৎসা সেবার জন্য সেনাবাহিনী থেকে ১০ সদস্য এবং বেসামরিক ডাক্তারদের থেকে ১১ সদস্যের দুটি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।’

মিয়ানমার সরকার গ্রহণ করলে এসব টিম পাঠানো হবে বলে জানিয়েছেন আলিমুল আমীন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ