30 C
আবহাওয়া
৯:৩৩ পূর্বাহ্ণ - জুন ২, ২০২৪
Bnanews24.com
Home » সোমালি দস্যুদের কবল থেকে ২৩ পাকিস্তানিকে উদ্ধার

সোমালি দস্যুদের কবল থেকে ২৩ পাকিস্তানিকে উদ্ধার


বিএনএ, বিশ্বডেস্ক : আরব সাগরে ইরানের পতাকাবাহী একটি মাছ ধরার নৌকায় অভিযান চালিয়ে জলদস্যুদের কবল থেকে ২৩ ক্রুকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই পাকিস্তানের নাগরিক। একটি বিবৃতিতে ভারতীয় নৌবাহিনীর  এ তথ্য জানিয়েছে।

ভারতীয় গণমাধ্যম নৌবাহিনীর এক কর্মকর্তার বরাতে বলছে, বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে আরব সাগরের সোকোত্রা লেট থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে এই নৌকাটি অপহরণ করার উদ্দেশ্যে তাতে উঠে পড়েন নয়জন সশস্ত্র জলদস্যু। অপহরণের খবর পেয়ে ভারতীয় নৌবাহিনীর টহলদারি জাহাজ ‘আইএনএস সুমেধা’ শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেখানে যায় যুদ্ধাজাহাজ ‘আইএনএস ত্রিশূল’।

ওই কর্মকর্তা বলেন, প্রায় ১২ ঘণ্টার অভিযানের পর দস্যুরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। জাহাজের ২৩ জন পাকিস্তানি নাগরিককেও উদ্ধার করা হয়েছে। আর নৌকাটিকে ভালো করে পরীক্ষানিরীক্ষার পর তা নিরাপদ স্থানে এনে স্বাভাবিক কাজে ফিরিয়ে দেয়া হবে।

এর আগে এই মাসের শুরুতে ভারতীয় নৌবাহিনী রুয়েন নামের একটি জাহাজে অভিযান চালিয়ে জলদস্যুদের কবল থেকে ১৭ ক্রুকে উদ্ধার করে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ