24 C
আবহাওয়া
৩:১১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ইসলামী ব্যাংকে তিন হাজার কোটি টাকার আমানত ফিরেছে

ইসলামী ব্যাংকে তিন হাজার কোটি টাকার আমানত ফিরেছে

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ মুনিরুল মওলা

সাম্প্রতিক সময়ে নানা গুজবে ব্যাংক খাত থেকে যে টাকা তোলার হিড়িক পড়েছিল, সেই টাকা ফিরতে শুরু করেছে। ইতোমধ্যে ইসলামী ব্যাংকের প্রায় তিন হাজার কোটি টাকার আমানত ফেরত এসেছে। ধীরে ধীরে বাকি টাকাও চলে আসবে। এ তথ্য জানিয়েছেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ মুনিরুল মওলা।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকের সাথে সাক্ষাতকালে ইসলামী ব্যাংকের এমডি উপরোক্ত তথ্য প্রকাশ করেন।

ইসলামী ব্যাংকের এমডি জানান,  জনগণের অর্থের বিশ্বস্ত আমানতদার ইসলামী ব্যাংক। বর্তমানের ব্যাংকের আমানত ১ লাখ ৪২ হাজার কোটি টাকার বেশি।

রেমিট্যান্সের প্রায় ৫৪ শতাংশই মধ্যপ্রাচ্য থেকে আসে। এসব দেশ থেকে বাংলাদেশে আগে টাকা পাঠানোর সহজ, নিরাপদ ও দ্রুত উপায় না পেয়ে অবৈধ পথে পাঠাতেন। ইসলামী ব্যাংক ওইসব দেশ থেকে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কাঠামো তৈরি করে বাংলাদেশের রেমিট্যান্স বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করছে।

বিএনএনিউজ24,জিএন

 

Loading


শিরোনাম বিএনএ