বিএনএ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) থেকে রাজধানীসহ সারাদেশে বিজিবি মোতায়েন করা হয়।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’- এর আওতায় আজ থেকে আগামী ১০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত সারাদেশের নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলার রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
বিএনএনিউজ২৪/ এমএইচ