25 C
আবহাওয়া
৪:৪১ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ভোক্তা অধিকারের সভায় মেয়াদ উত্তীর্ণ বিস্কুট!

ভোক্তা অধিকারের সভায় মেয়াদ উত্তীর্ণ বিস্কুট!

ভোক্তা অধিকারের সভায় মেয়াদ উত্তীর্ণ বিস্কুট!

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ সম্পর্কে অবহিতকরণ ও বাস্তবায়নে এক সভার আপ্যায়নে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট দেয়া হয়। এ অবস্থায় সভা শেষ না করেই উপজেলা নির্বাহী কর্মকর্তা দুই দোকানে গিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ দিবসের সভায় এ ঘটনা ঘটে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে অবহিতকরণ ও বাস্তবায়ন করা নিয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদ উদ্দিন।

এ অনুষ্ঠানে আমন্ত্রিত কর্মকর্তাদের আপ্যায়ন করা হয় অলিম্পিক কম্পানির লেক্সাস বিস্কুট দিয়ে। যা খাওয়ার সময় ধরা পড়ে গত প্রায় ৮ মাস আগেই বিস্কুটের মেয়াদ চলে গেছে।

সভায় মেয়াদ উত্তীর্ণ বিস্কুট দেয়ায় সভায় সমালোচনা শুরু হলে লেক্সাস বিস্কুট সরবরাহকারীকে ডেকে আনা হয়। সরবরাহকারী বলেন, তিনি একা বিস্কুট দেননি। পাশের দোকান থেকে প্যাকেট এনে বিস্কুট সরবরাহ করেছেন। পরে দুটি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন ইউএনও মো. এরশাদ উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ উদ্দিন জাগো নিউজকে বলেন, ঘটনার পরেই ভ্রাহ্মমান আদালতে বিস্কুট সর্বরাহকারী দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিএনএ/ হামিমুর রহমান/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ