18 C
আবহাওয়া
১:৪৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রাকের ধাক্কায় মুরগি ব্যবসায়ী নিহত

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মুরগি ব্যবসায়ী নিহত


বিএনএ, ঢাকা : রাজধানীর গুলশানে কোকাকোলা মোড়ে ট্রাকের ধাক্কায় মজনু মিয়া (৪৫) নামে এক মুরগি ব্যবসায়ী মারা গেছেন । মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃতের শ্যালক নয়ন মিয়া জানান, শেরপুর সদর উপজেলার সালু মিয়ার ছেলে মজনু। এক ছেলে ও তিন মেয়েসহ পরিবার নিয়ে গ্রামে থাকতেন তিনি।
সোমবার দিবাগত রাতে ট্রাকে করে শেরপুর থেকে মুরগি নিয়ে ঢাকায় আসেন তিনি।
মঙ্গলবার ভোরে গুলশান কোকাকোলা মোড় দিয়ে ভ্যানে করে মুরগি নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে মজনু ঘটনাস্থলেই মারা যান।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিরাজ আকন জানান, ভোরে মজনুসহ তার এক সহযোগী ভ্যানে করে মুরগি নিয়ে যাওয়ার সময় কোকাকোলা মোড় এলাকায় একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মজনুর মৃত্যু হয়। এ সময় তার সহযোগী ও ভ্যানচালক সামান্য আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
তিনি আরও জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
বিএনএনিউজ/আজিজুল/জেবি

Loading


শিরোনাম বিএনএ