17 C
আবহাওয়া
৬:২৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » সুপার সিক্সিটিনে গ্রুপসেরা নেদারল্যান্ডস

সুপার সিক্সিটিনে গ্রুপসেরা নেদারল্যান্ডস

সুপার সিক্সিটিনে গ্রুপসেরা নেদারল্যান্ডস

বিএনএ ডেস্ক: স্বাগতিক কাতারের বিপক্ষে ড্র করলেও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত ছিল নেদারল্যান্ডসের। তবে বিশ্বকাপে দুর্বল কাতারের সাথে কোন ছাড় দিতে নারাজ ডাচরা। গ্রুপের শেষ ম্যাচে হেসেখেলে জিতেই দ্বিতীয় রাউন্ডে তিন বারের রানার্সআপ দেশটি।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় আল বায়াত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। গাপকো ও ডি ইয়ংয়ের দুই গোলে হারে স্বাগতিক কাতার।

প্রথম দুই ম্যাচে ইকুয়েডর আর ঘানার বিপক্ষে দাঁড়াতে পারে নি কাতার। বিশ্বকাপ থেকে বিদায়ী ম্যাচে গ্রুপের সবচেয়ে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে তাই আত্মসম্মান বাঁচাতে মরিয়া ছিল তারা। শুরু থেকে আক্রমণ সাজিয়েও গোলের সুযোগ সেভাবে আসেনি স্বাগতিকদের। ডেলি ব্লিন্ড, নাথান আকে, ভার্জিল ফন ডাইকদের রক্ষণের সামনে কাতারের আক্রমণগুলো বারবার প্রতিহত হয়েছে।

ম্যাচের ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে কাতার নেদারল্যান্ডসের রক্ষণে ভালোই চাপ তৈরি করেছিল। একাধিক কর্নারও আদায় করে। তবে ২৬ মিনিটের মাথায় খেলার ধারার বিপরীতে গিয়েই গোল খেয়ে যায় তারা। ডাচদের এগিয়ে দেন কোডি গাকপো। কাতারের রক্ষণে বল ধরে প্রায় একক প্রচেষ্টাতেই গোলকিপার মিশাল বারশেমের পাশ দিয়ে বল জালে পাঠান। ১৯৮৬ সালের পর এই প্রথম কোনো দলের গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই গোল পেয়েছেন এই ডাচ ফরোয়ার্ড। ৩৭ বছর আগে ইতালির আলেসান্দ্রো আলতোবেল্লির পর গ্রুপ পর্বে টানা তিন ম্যাচেই গোল পেলেন গাকপো।

দ্বিতীয়ার্ধের নেমেই চার মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে নেদারল্যান্ডস। কাতারের বক্সের বাঁ দিক দিয়ে মধ্যে বল নিয়ে ঢুকে গোলে শট নেন মেম্ফিস ডিপাই। তবে কাতারের গোলরক্ষক সেটি ঠেকিয়ে দিলেও ফিরতি বল ক্লিয়ার করতে পারেনি রক্ষণভাগের খেলোয়াড়েরা। গোল লাইনে থাকা বলে পা লাগিয়ে জালে পাঠিয়ে দেন বার্সেলোনা তারকা ফ্রেঙ্কি ডি ইয়ং।

ডাচদের দ্বিতীয় গোল।
ডাচদের পক্ষে দ্বিতীয় গোল করেন ফ্রেঙ্কি ডি ইয়ং।

দ্বিতীয়ার্ধে আরও একবার কাতারের জালে বল জড়ায় নেদারল্যান্ডস। বদলি খেলোয়াড় স্টিভেন বের্গহোইস সেই গোল করেন। তবে রিপ্লেতে দেখা যায় গোল করার আগে বলটি গাকপোর হাতে লেগেছে। ভিএআরের পরামর্শে রেফারি গোলটি বাতিল করেন।

শেষ পর্যন্ত গ্রুপ সেরা হয়ে নেদারল্যান্ডস মাঠ ছাড়ে ২-০ গোলের জয় নিয়েই। গ্রুপ সেরা হওয়ায় দ্বিতীয় রাউন্ডে ডাচদের ম্যাচ গ্রুপ ‘বি’র রানার্সআপের সঙ্গে। সেই দলটি হতে পারে ইরান অথবা যুক্তরাষ্ট্র।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ