17 C
আবহাওয়া
৯:১১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন

মেয়েকে জোর করে বিয়ে দেয়ায় বাবাকে ছুরিকাঘাত

বিএনএ ঢাকা: রাজধানীর জুরাইনে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাকিব নামের এক যুবক খুন হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে এলাকার বিবদমান দুইটি পক্ষ বাকবিতণ্ডা থেকে হাতাহাতিতে লিপ্ত হয়। সে সময় ভিড়ের মধ্যে রাকিবকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে  মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পরিবারের সদস্যরা জানান, আগে থেকেই কয়েকজন রাকিবকে হত্যার হুমকি দিয়ে আসছিলো। তারাই রাকিবকে ছুরিকাঘাতে খুন করেছে।

শ্যামপুর জোনের এডিসি কাজী রোমানা নাসরিন বলেন, সফটওয়্যার ব্যবহার করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করা হবে। যেহেতু প্রত্যক্ষদর্শীরা কয়েকজন বিরুদ্ধে অভিযোগ করছে, কাজেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের সম্পৃক্ততা আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখার কথাও জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ