বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশে নিখোঁজ হওয়ার আটদিন পর পুকুর থেকে পত্রিকা হকার শ্যামল কান্তি নাথের (৪৮) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার সাতবাড়িয়া এলাকার ১ নম্বর ওয়ার্ড দেয়ানঞ্জী পাড়া দাম্মো পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি নির্ধারণ করবে সরকার
জানা যায়, ২১ আগস্ট বাড়ি থেকে বের হন শ্যামল নাথ। এরপর থেকে আর কোনো সন্ধান না পেয়ে তার ভাই পরিমল নাথ ওই দিন রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ওসি আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পুকুরে ডুবেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুও প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পরিবারের পক্ষ থেকে মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু
বিএনএনিউজ/বিএম