বিএনএ ঢাকা: ভবিষ্যৎ বংশধরদের সত্যিকার অর্থেই একটা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ দিতে চাইলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন রাস্তায় নামা ছাড়া আর কোন কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (২৯শে আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তহিদুর রহমানের স্মরণসভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব।
সে সময় তিনি আরও বলেন, একটা দানবীয় শক্তি দেশের সব কিছু তছনছ করে দিচ্ছে। তারা সত্যিকার অর্থে দেশকে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। যার মূল লক্ষ্য হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। দেশে এখন একনায়কতন্ত্র চলছে। এই সরকারের রোষানল থেকে কেউ বাদ পড়ছেন না। সুধীজন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সংবাদসেবী- প্রত্যেকেই আক্রান্ত হচ্ছেন। তাই এ অবস্থার উত্তরণ ঘটাতে হবে। পাশাপাশি দেশ-বিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ওপর হামলার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিনা উষ্কানিতে ক্ষমতাসীনরা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। সরকারি দল শান্তিপূর্ণ ন্যূনতম কর্মসূচিও সহ্য করছে না।কিছুদিন আগে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা গিয়েছিল বিএনপির ঢাকা উত্তর-দক্ষিণের নবগঠিত কমিটির নেতারা। কোনো উস্কানি ছাড়া, কোনো রকম ঘটনা ছাড়াই সেখানে ভয়াবহ তাণ্ডব সৃষ্টি করেছে পুলিশ। প্রায় ১৮৭ রাউন্ড গুলি করে প্রায় ৪২ জনকে আহত করেছে। আমান উল্লাহ আমান, আমিনুল হকসহ ৭২ জন নেতা সেদিন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেন তিনি।
প্রয়াত অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানকে একজন আদর্শ শিক্ষক হিসেবে মূল্যায়ন করে মির্জা ফখরুল বলেন, দেশপ্রেম আর সততা নিয়ে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনা করতেন।মুস্তাহিদুর রহমানের মৃত্যুতে গোটা জাতির মধ্যে জন্য শূণ্যতা সৃষ্টি হয়েছে। এই শূণ্যতা সহজে পুরণ হবার নয়। মুস্তাহিদুর রহমানরা সব সময় জন্মায় না। আজকে এমন এক সময় সে চলে গেল, যখন তাকে দরকার ছিল।
বিএনএনিউজ/আরকেসি