37 C
আবহাওয়া
৩:৪৬ অপরাহ্ণ - মে ২৪, ২০২৪
Bnanews24.com
Home » চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল রাশিয়া

চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল রাশিয়া

চাল আমদানির অনুমতি পেল ৮ প্রতিষ্ঠান

বিএনএ, বিশ্বডেস্ক : এবার চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল রাশিয়া। অভ্যন্তরীণ বাজার স্তিতিশীল রাখার লক্ষ্যে ‘অস্থায়ীভাবে’ এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। শনিবার (২৯ জুলাই) এ খবর জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

খবরে বলা হয়েছে, গত বুধবার (২৬ জুলাই) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখতে চাল রপ্তানি চলতি বছরের শেষ নাগাদ বাতিল করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ধান ও প্রক্রিয়াকৃত চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। চলতি ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

প্রতিবেদন মতে, উল্লিখিত সময়ের মধ্যে কয়েকটা দেশ বাদে বিশ্বের প্রায় সব দেশের চাল রপ্তানি বন্ধ থাকবে। সিদ্ধান্ত অনুযায়ী, ইউরোশিয়ান ইকনোমিক ইউনিয়নভুক্ত দেশ আর্মেনিয়া, বেলারুস, কাজাখস্তান ও কিরগিজস্তানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ