“ইলেকশন মনিটরিং ফোরাম” এর আমন্ত্রণে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বিতীয় টিমের অংশগ্রহণে স্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘পূর্ব পরিস্থিতি ও রাজনৈতিক পরিবেশ মূল্যায়ন’ শীর্ষক নাগরিক সংলাপ শনিবার(২৯ জুলাই) সকালে রাজধানীর গুলশান লেকশোর হোটেলে ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তাগণ উপরোক্ত মতামত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আন্তর্জাতিক পর্যবেক্ষক টিমের প্রতিনিধি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষক মি টেরি এল ইসলে, আয়ারল্যান্ড হতে ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক বিষয়ক সিনিয়র সাংবাদিক মি. নিক পটল, জাপান হতে রাজনৈতিক বিশ্লেষক ও সমাজ কর্মী মি. ইউসুকী চুক, চীনের রাজনৈতিক বিশ্লেষক মি. এন্ডি লিন, দক্ষিণ কুরিয়ার সমাজ কর্মী পার্ক চুং চাং এবং যুক্তরাজ্যের রাজনৈতিক বিশ্লেষক মাইকেল জন শেরিফ।
নাগরিক সমাজের পক্ষে অনুষ্ঠানে আলোচনা করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, অ্যাটর্নি জেনারেল এ্যাড. এ.এম আমিন উদ্দীন,সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সহ-সভাপতি, বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ), bnanews24.com সম্পাদক মিজানুর রহমান মজুমদার, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, সাবেক সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, ইউজিসি সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, একুশে পদক প্রাপ্ত সাংবাদিক অজয় দাস গুপ্ত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ এমরান জাহান, বুয়েটের অধ্যাপক ড. মিজানুর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ্যাড. আবুল হাসেম, বিশিষ্ট লেখক ও গবেষক ড. মাসুম চৌধুরী, কৃষিবিদ ড. আজাদুল হক, ইলেকশন মনিটরিং ফোরামের উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার মো: শাহ নেওয়াজ, ফোরামের পরিচালকবৃন্দ যথাক্রমে- বুয়েটের উপ-উপাচার্য ড. আব্দুল জব্বার খান, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহফুল ইসলাম, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল কালাম আজাদ।