বিশ্ব ডেস্ক: ইরাকের মাজার শহর কারবালায় শুক্রবার(২৮ জুলাই২০২৩) এক অগ্নিকাণ্ডে চারজন নিহত হয়েছে। দেশটির রাজধানী বাগদাদের হযরত ইমাম হুসাইন(রা.)মাজারের নিকটে এ অগ্নিকাণ্ড ঘটে।
জরুরি পরিষেবাগুলি জানিয়েছে, আশুরা উদযাপন উপলক্ষে কয়েক হাজার শিয়া মুসলমানদের একটি রিফ্রেশমেন্ট তাঁবুর রান্নাঘরে একটি গ্যাসের বোতল থেকে আগুনের সূত্রপাত হয় এবং পরে তা পাশের একটি মার্কেটে দ্রুত ছড়িয়ে পড়ে।
সপ্তম শতাব্দীর যুদ্ধে নবী হযরত মুহাম্মদের(স.) নাতি হযরত ইমাম হুসেনের(রা.) শাহাদাতের স্মরণে আশুরা পালিত হয়। সারা বিশ্বের মুসলমানদের জন্য একটি শোকের দিন আশুরা। সূত্র: আরব নিউজ
বিএনএ,এসজিএন