22 C
আবহাওয়া
৩:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » কালো টাকা সাদা করার সুযোগ রেখে সংসদে বিল পাস

কালো টাকা সাদা করার সুযোগ রেখে সংসদে বিল পাস

কালো টাকা সাদা করার সুযোগ রেখে সংসদে বিল পাস

বিএনএ, ঢাকা : কালো টাকা সাদা করার সুযোগ রেখে সংসদে পাস হলো, অর্থবিল ২০২১। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে জাতীয় সংসদ অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটে এই বিল পাস হয়।

সংসদে বাজেট প্রস্তাবনার ওপর আনিত সংশোধনী নিয়ে আলোচনার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী অর্থবিল পাস করার জন্য সংসদ সদস্যদের কাছে কণ্ঠভোট আহ্বান করেন। সংসদজুড়ে ‘হ্যাঁ’ শব্দ শোনা যায়। ‘না’- এর পক্ষে কেউ ভোট দেননি।

এদিন সংসদ সদস্যের আনা ৭১টি সংশোধনীর মধ্যে ১৪টি গ্রহণ করেন অর্থমন্ত্রী।
এ সময় অর্থমন্ত্রী বলেন, অর্থনীতিতে অস্বাভাবিক অবস্থা বিরাজ করায় সংসদ সদস্যদের আনা সংশোধনী প্রস্তাব গুলো গ্রহন করা যাচ্ছে না। আমরা বহু দূর যেতে চাই। পাকিস্তানও বাংলাদেশের অর্থনীতির প্রশংসা করছে। সারা বিশ্বের অর্থনীতি পাল্টে গেছে, লণ্ডভণ্ড হয়ে গেছে। বিশ্ব অর্থনীতির পরিস্থিতি যখন এমন করুণ, সে অবস্থাতেও বাংলাদেশের অর্থনীতিতে অতটা খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়নি।
তিনি আরও বলেন, ‘এ বছরের বাজেট দেশের মানুষের জন্য। তাই, সব জেনে-শুনেই আমরা কঠিনকে ভালোবেসেছি। আশা করি, এবারের বাজেট বাস্তবায়নে সক্ষম হব।’

পাস হওয়া অর্থবিল অনুযায়ী, আগামী অর্থবছরে পুঁজিবাজারে টাকা কালো টাকা বিনিয়োগ করলে, অবৈধ টাকার মালিককে প্রযোজ্য কর এবং সেই করের উপর ৫ শতাংশ জরিমানা পরিশোধ করতে হবে। অর্থবিলের উপর আলোচনায়, ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব দেন কয়েকজন সংসদ সদস্য।
এর আগে অর্থমন্ত্রীর প্রস্তাবিত অর্থবিল ২০২১ জনমত যাচাইয়ের জন্য প্রচারের দাবি জানান, একাধিক সংসদ সদস্য। এছাড়াও পরে কণ্ঠ ভোটে অর্থমন্ত্রী গ্রহণ করা ১৪টি সংশোধনী প্রস্তাব অনুমোদন দেয় সংসদ।

অর্থবিল পাসের সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর