24 C
আবহাওয়া
৮:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু


বিএনএ, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

সোমবার (২৯ মে) সকাল ৯টায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের গ্রুপ-১-এর পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এই ভর্তিযুদ্ধ। এই ইউনিটটিতে ১হাজার ৫৯৪টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৫ হাজার ৮৫০ জন ভর্তিচ্ছু ৷ সেই হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন ৪৮ জন ভর্তিচ্ছু।

ভর্তি পরীক্ষার রুটিন অনুযায়ী, চার শিফটের এই ভর্তি পরীক্ষার প্রথম শিফট সকাল ৯ টায় শুরু হয়ে শেষ হবে সকাল ১০টায়। এরপর দ্বিতীয় শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হবে শেষ হবে বেলা ১২টায়। তৃতীয় শিফটের পরীক্ষা দুপুর ১টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ২টায় এবং সর্বশেষ চতুর্থ শিফটের পরীক্ষা বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে শেষ হবে সাড়ে বিকেল ৪টায়।

‘সি’ ইউনিটের ভর্তির পরীক্ষার কো-অর্ডিনেটর এবং বিজ্ঞান অনুষদের ডীন ড. মো. সাহেদ জামান বলেন, “ভর্তি পরীক্ষার সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব কিছু ঠিক থাকলে আশা করছি সকলের সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবেই ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পারবো।”

আগামীকাল মঙ্গলবার (৩০ মে) কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিট ও (৩১মে) ব্যবসায় অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাবিতে এ বছর ভর্তি পরীক্ষায় ৩৯৩০টি আসনের বিপরীতে তিনটি ইউনিটে কোটাসহ চূড়ান্ত আবেদন করেছেন ১ লাখ ৭৮ হাজার ৫৭৪ জন ভর্তিচ্ছু। ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং ‘সি’ ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৫ হাজার ৮৫০টি। এ হিসাব অনুযায়ী ভর্তি পরীক্ষায় একটি আসনের জন্য আসনে লড়াই করছে প্রায় ৪৫ জন ভর্তিচ্ছু।

বিএনএ/ সৈয়দ সাকিব, ওজি

Loading


শিরোনাম বিএনএ