বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়েছে। শনিবার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কেরানিহাট বাজার এলাকায় নিউমার্কেটে অগ্নিকাণ্ড ঘটে। আগুনে নিউমার্কেটের ২য় তলায় বনফুল মিষ্টির দোকান ও কেন্ডি নামে একটি খাবারের দোকান পুড়েছে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) ফরিদ আহমেদ জানান, সকাল সাড়ে ৯টার দিকে সাতকানিয়ার নিউ মার্কেটের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাতকানিয়া ও লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের চারটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সাড়ে ১২টার দিকে আগুন নেভানো হয়। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুইজন সদস্য আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে তিনি জানান।
বিএনএনিউজ২৪/আমিন