26 C
আবহাওয়া
৬:০০ পূর্বাহ্ণ - মে ৮, ২০২৪
Bnanews24.com
Home » বাহ্মণবাড়ীয়ায় ২ শিশুকে হত্যার মূল পরিকল্পনাকারী সফিউল্লাহ গ্রেপ্তার

বাহ্মণবাড়ীয়ায় ২ শিশুকে হত্যার মূল পরিকল্পনাকারী সফিউল্লাহ গ্রেপ্তার


বিএনএ, বাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে ২ ভাইকে হত্যার মূল পরিকল্পনাকারী সফিউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সফিউল্লাহ সরদার উপজেলার মইশাইর গ্রামের বাসিন্দা।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনিসুর রহমান গ্রেপ্তারের এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার রাতে পুলিশ সুপার জানান, গোপন তথ্যের ভিত্তিতে সফিউল্লাহকে আটকের পর তাকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে সফিউল্লাহ।

তার স্বীকারোক্তি যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসপি।

গত ১০ মার্চ আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইসমাইল হোসেনের ২ ছেলে ইয়াছিন ও মোরসালিন নাপা সিরাপ খেয়ে মারা যায় বলে তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল।

এ ঘটনায় ওষুধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশে বেক্সিমকোর ‘নাপা’ সিরাপ বাজার থেকে সংগ্রহ করে পরীক্ষা করা হলে তাতে কোনো ধরনের ক্ষতিকর কিছু পাওয়া যায়নি।

২ শিশুর বাবা শিশুর মা ও সফিউল্লাহর বিরুদ্ধে হত্যা মামলা করার পর ঘটনা তদন্ত করে পুলিশ জানায়, সফিউল্লাহর পরিকল্পনা অনুযায়ী ২ শিশুকে মিষ্টির সঙ্গে বিষ খাইয়ে হত্যা করে তাদের মা রিমা বেগম।

বিএনএনিউজ/ আবদুর রহমান, এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ