39 C
আবহাওয়া
৬:৩৭ অপরাহ্ণ - মে ১, ২০২৪
Bnanews24.com
Home » ১৭ রানে হারল মুশফিকের খুলনা

১৭ রানে হারল মুশফিকের খুলনা

১৭ রানে হারল মুশফিকের খুলনা

বিএনএ, চট্টগ্রাম : শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএল ১১তম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা টাইগার্স। শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৪১ রান সংগ্রহ করে বরিশাল। জবাবে ১৯ ওভারে মাত্র ১২৪ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে খুলনা। ফলে ১৭ রানে জিতেছে বরিশাল।

আগে ব্যাট করতে নেমে ২.৩ ওভারে প্রথম উইকেট হারায় ফরচুন বরিশাল। দলীয় ২৬ রানে শরিফুল্লাহর বলে বোল্ডআউট হন জেকি লিন্টট। ৬ বলে ২ বাউন্ডারিতে ১১ রান করেন জেকি। স্কোর ২৬/১।

৭.২ ওভারে  কামরুল ইসলাম রাব্বির বলে মেহেদী হাসানকে ক্যাচ দিয়ে সাজঘরে যায় জিয়াউর রহমান। ১৩ বলে ১ বাউন্ডারিতে ১০ করেছেন জিয়া। ২ উইকেটে রান ৬৪।

১০.২ ওভারে সেকুগে প্রসন্নের বলে সৌম্য সরকারের ক্যাচে পরিণত হন ক্রিস গেইল। ৩৪ বলে ৬ বাউন্ডারি ও ২ ওভার বাউন্ডারিতে ৪৫ রান করেছেন গেইল। ৩ উইকেটে রান ৭৯।

১১.১ ওভারে মেহেদী হাসানের বলে সৌম্য সরকারের তালুবন্দি হন নুরুল হাসান। ১১ বলে ৮ রান করেন হাসান। ৪ উইকেটে রান ৮৭।

১৬.২ ওভারে ফরহাদ রেজার বলে ইয়াসির আলীর গ্লাভসবন্দি হয়ে গ্যালারিতে ফিরেন তৌহিদ হৃদয়। ২১ বলে ২ বাউন্ডারিতে ২৩ রান করেন হৃদয়। ৫ উইকেটে রান ১২২।

১৭.২ ওভারে থিসারা পেরেরার বলে আন্দ্রে ফ্লেচারকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যায়  দলের অধিনায়ক সাকিব আল হাসান। ৬ বলে ২ বাউন্ডারিতে ৯ রান করেন সাকিব। ৬ উইকেটে ১৩১।

১৭.৪ ওভারে থিসারা পেরেরার বলে বোল্ডআউট হন নাজমুল হাসান শান্ত। ১৫ বলে ২ বাউন্ডারিতে ১৯ রান নিয়েছেন শান্ত। ৭ উইকেটে রান ১৩১।

১৮.৬ ওভারে ফরহাদ রেজার বলে মেহেদী হাসানের তালুবন্দি হন ইরফান শুক্কুর। ৪ বলে ২ রান করেন শুক্কুর। ৮ উইকেটে রান ১৩৭।

১৯.৬ ওভারে কামরুল ইসলাম রাব্বির এলবিডব্লিউর ফাঁদে পড়েন মুজিব উর রহমান। ৯ বলে ৭ রান তুলেন মুজিব। ৯ উইকেটে রান ১৪১। ১ বলে ১ রানে অপরাজিত ছিলেন মেহেদী হাসান রানা।

১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ০.৩ ওভারে মজিব উর রহমানের বলে জিয়াউর রহমানের ক্যাচে পরিণত হয়ে মাঠ ছেড়ে যায় আন্দ্রে ফ্লেচার। ৩ বলে ১ বাউন্ডারিতে ৪ রান করেন ফ্লেচার। স্কোর ৫/১।

০.৪ ওভারে মুজিব উর রহমানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সৌম্য সরকার। তিনি ১ বলে ব্যক্তিগত রানের খাতা না খোলায় ২ উইকেটে রান ৫।

৬.৪ ওভারে সাকিব আল হাসানের বলে নুরুল হাসানের স্ট্যাম্পিংয়ের শিকার হন মেহেদী হাসান। ২৩ বলে ১ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে ১৭ রান করেন মেহেদী।  ৩ উইকেটে রান  ৩৬।

৭.৫ ওভারে জেকি লিন্টটের বলে নুরুল হাসানের তালুবন্দি হন রনি তালুকদার।  ১৬ বলে ১ ওভার বাউন্ডারিতে ১৪ রান করেন রনি। ৪ উইকেটে রান ৪০।

১৪.৩ ওভারে মেহেদী হাসান রানার বলে বোল্ডআউট হন ইয়াসির আলী। ২০ বলে ১ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে ২৩ রান নিয়েছেন ইয়াসির। ৫ উইকেটে রান ৮৬।

১৬.৩ ওভারে শফিকুল ইসলামের বলে জেকি লিন্টট গ্লাভসবন্দি হন থিসারা পেরেরা। ৯ বলে ১ বাউন্ডারি ও ২ ওভার বাউন্ডারিতে ১৯ রান করেন পেরেরা। ৬ উইকেটে রান ১০৮।

১৭.৪ ওভারে জেকি লিন্টটের বলে জিয়াউর রহমানের তালুবন্দি হন সেকুগে প্রসন্ন। ৩ বলে ২ রান করেন প্রসন্ন। ৭ উইকেটে রান ১১৪।

১৮.২ ওভারে মেহেদী হাসান রানার বলে নুরুল হাসানের ক্যাচে হন ফরহাদ রেজা। রেজা ব্যক্তিগত ১ বলে ০ রানে আউটের ফলে ৮ উইকেটে রান ১২২।

১৮.৫ ওভারে মেহেদী হাসান রানার বলে জেকি লিন্টটের গ্লাভসবন্দি হন শরিফুল্লাহ। ২ বলে ১ রান নেন শরিফ। ৯ উইকেটে রান ১২৪।

১৮.৬ ওভারে মেহেদী হাসান রানার বলে নুরুল হাসানের তালুতে পরিণত হন দলের অধিনায়ক মুশফিকুর রহিম। ৩৬ বলে ১ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে ৪০ রান করেছেন মুশফিক। ১০ উইকেটে রান ১২৪। ০ রানে অপরাজিত ছিলেন কামরুল ইসলাম রাব্বি।

ফরচুন বরিশালের পক্ষে মেহেদী হাসান রানা ৪টি, মুজিব উর রহমান ও জেকি লিন্টট ২টি করে এবং শফিকুল ইসলাম ও সাকিব আল হাসান ১টি করে উইকেট পেয়েছেন।

খুলনা টাইগার্সের পক্ষে কামরুল ইসলাম রাব্বি, থিসারা পেরেরা, ফরহাদ রেজা ২টি করে এবং মেহেদী হাসান, শরিফুল্লাহ ও সেকুগে প্রসন্ন ১টি করে উইকেট পেয়েছেন। ম্যাচ সেরা হয়েছেন মেহেদী হাসান রানা।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ