32 C
আবহাওয়া
৯:৪৭ অপরাহ্ণ - মে ৫, ২০২৪
Bnanews24.com
Home » ভাসানচর যাচ্ছে আরও ১৭৭৮ রোহিঙ্গা

ভাসানচর যাচ্ছে আরও ১৭৭৮ রোহিঙ্গা


বিএনএ,চট্টগ্রাম : তৃতীয় দফায় ১৭৭৮ জন রোহিঙ্গাকে নিয়ে ভাসানচরে যাচ্ছে নৌবাহিনীর চারটি জাহাজ। শুক্রবার(২৯ ফেব্রুয়ারী) সকালে তাদের জাহাজে তোলা হয়।  দুপুর নাগাদ তাদের ওই দ্বীপে গড়ে তোলা আশ্রয়ন প্রকল্পে পৌঁছানোর কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এসব রোহিঙ্গাকে ক্যাম্প হতে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে আনা হয়। পরে সেখানে তাদের রেজিস্ট্রেশন কার্যক্রম শেষে বাসযোগে নগরের বিএফ শাহীন কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়।

সরকারের নিজস্ব অর্থায়নে ২৩১২ কোটি টাকা ব্যয়ে মোটামুটি ১৩ হাজার একর আয়তনের ওই চরে ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করে এক লাখের বেশি মানুষের বসবাসের ব্যবস্থা করা হয়েছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা জানান, শুক্র ও শনিবার দুই দিনে তিন হাজার রোহিঙ্গাকে স্থানান্তরের প্রস্তুতি রয়েছে । শনিবার  (৩০ জানুয়ারি) আরও প্রায় ১ হাজার ৩০০ জন রোহিঙ্গা ভাসানচর যাবে। তারা শুক্রবার চট্টগ্রামে পৌঁছবে।

বিএনএ/ওজি, রেহেনা ইয়াসমিন

 

 

 

Loading


শিরোনাম বিএনএ