19 C
আবহাওয়া
৭:৫০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home »  ৬৩ পৌরসভায় ভোট শনিবার

 ৬৩ পৌরসভায় ভোট শনিবার


 বিএনএ ডেস্ক : তৃতীয় ধাপে  আগামীকাল শনিবার দেশের ৬৩ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার(৩০ জানুয়ারী) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত  ভোটগ্রহণ করা হবে।

প্রথম ধাপে ইভিএমে এবং দ্বিতীয় ধাপে ইভিএম ও ব্যালট পেপারে ভোট হয়। তৃতীয় ধাপের সব পৌরসভায় ব্যালট পেপারে ভোট হবে।

তৃতীয় ধাপে মেয়র পদে ২৫৭ জনের, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৭২ জনের এবং সাধারণ কাউন্সিলর পদে ২৫২১ জন প্রার্থী রয়েছে।

জানা গেছে, তৃতীয় ধাপে কুমিল্লার লাকসাম পৌরসভায় কোনো পদেই ভোট হবে না। এ পৌরসভার মেয়র ও কাউন্সিলর সব পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা ভোটের আগেই জয় পেয়েছেন। বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় মেয়র বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। তবে এ পৌরসভার সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট হবে।

যেসব পৌরসভায় ভোট হবে 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ; নওগাঁর ধামইরহাট ও নওগাঁ সদর; সিলেটের গোলাপগঞ্জ; বগুড়ার ধুনট, গাবতলী, শিবগঞ্জ, নন্দীগ্রাম ও কাহালু; রাজশাহীর মুন্ডুমালা; মৌলভীবাজার সদর; ঝিনাইদহের কোটচাঁদপুর; বাগেরহাটের মোরেলগঞ্জ; কুমিল্লার চৌদ্দগ্রাম, লাকসাম ও বরুড়া; চাঁদপুরের হাজীগঞ্জ; ফেনী সদর; মুন্সিগঞ্জ সদর; শরীয়তপুরের নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ; ময়মনসিংহের গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, ভালুকা ; শেরপুরের নকলা; নাটোরের সিংড়া; রাজশাহীর কেশরহাট; চুয়াডাঙ্গার দর্শনা; ঝালকাঠির নলছিটি; নেত্রকোনার দুর্গাপুর; যশোরের মনিরামপুর; নোয়াখালীর হাতিয়া ও চৌমুহনী; লক্ষ্মীপুরের রামগঞ্জ; কিশোরগঞ্জের কটিয়াদী; গোপালগঞ্জের টুঙ্গিপাড়া; ; টাঙ্গাইল সদর, ভূঞাপুর, সখিপুর, মধুপুর ও মির্জাপুর; বরগুনা সদর ও পাথরঘাটা; ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান; শেরপুরের নালিতাবাড়ী; কুড়িগ্রামের উলিপুর; দিনাজপুরের হাকিমপুর; চাঁপাইনবাবগঞ্জের রহনপুর; নড়াইল সদর; সাতক্ষীরার কলারোয়া; রাজবাড়ীর পাংশা; পিরোজপুরের স্বরূপকাঠি; বরিশালের গৌরনদী ও মেহেন্দীগঞ্জ; জামালপুরের সরিষাবাড়ী; সিলেটের জকিগঞ্জ; ঝিনাইদহের হরিণাকুণ্ডু; নীলফামারীর জলঢাকা; পাবনা সদর; খুলনার পাইকগাছা; নড়াইলের কালিয়া।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ