14 C
আবহাওয়া
৯:১৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » কন্যা সন্তানের মা হলেন অপি করিম

কন্যা সন্তানের মা হলেন অপি করিম

অপি করিম

বিএনএ, বিনোদন ডেস্ক : কন্যা সন্তানের মা হলেন টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী অপি করিম। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা ৫৩ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন অপি।

অপির মা শাহান আরা করিম জানান, গতকাল রোববার বিকেলে অপি করিমকে হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখে অপির কন্যাসন্তান। নাতনি হওয়ার খবরে ভীষণ আনন্দিত অপির মা। সবার কাছে মেয়ে ও নাতনির জন্য দোয়া চেয়েছেন তিনি। বললেন, মা ও মেয়ে দুজনই সুস্থ আছে।

চার বছর আগে পারিবারিক আয়োজনে বিয়ে করেন স্থপতি এনামুল করিম নির্ঝর ও অভিনেত্রী  অপি করিম। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অপি করিম নিজেও একজন স্থপতি। ২০০৪ সালে ‘ব্যাচেলর’ ছবিতে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ