বিএনএ, ঢাকা : জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেসের (ইউএনওপিএস) নির্বাহী পরিচালক জর্জ মোরেরা দা সিলভা আজ ঢাকায় আসছেন। দুই দিনের সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।
ইউএনওপিএস-এর ঢাকা অফিস জানায়, দুই দিনের সফরে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ঢাকা সফরকালে রোববার (২৯ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজিজেস অব দ্য চেস্ট অ্যান্ড হসপিটাল-এনআইডিসিএইচ পরিদর্শন করবেন। যেখানে ইউএনওপিএস জাতীয় ম্যালেরিয়া এলিমিনেশন প্রোগ্রামের মতো অংশীদারদের সঙ্গে এবং গ্লোবাল ফান্ডের অর্থায়নে অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ করছে।
এ সফরে ইউএনওপিএস-এর নির্বাহী পরিচালক স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা করবেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, রোববার (২৯ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ছাড়াও সরকারপ্রধানের দেওয়া নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে সিলভার।
বিএনএনিউজ/এইচ.এম।