14 C
আবহাওয়া
১১:০২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবা জব্দ

উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবা জব্দ

উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবা জব্দ

বিএনএ কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য এক কোটি ৮০ লাখ টাকা হবে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার ৫ নম্বর পালংখালী ইউপি’র পূর্বফাঁড়ির বিল এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।

বিজিবি জানায়, দেশে অবৈধভাবে ইয়াবার চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলার ৫ নম্বর পূর্বফাঁড়ির বিল এলাকায় অবস্থান গ্রহণ করে বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র অধীনস্থ পালংখালী বিওপি’র সদস্যরা ।

পরবর্তীতে কয়েকজন ইয়াবা কারবারি হেঁটে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। সে সময় সঙ্গে থাকা ব্যাগ ফেলে দৌড়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায় তারা। পরে টহল দল ঘটনাস্থল থেকে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে আনুমানিক ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ