27 C
আবহাওয়া
৮:১১ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » আরও এক বছর পদে থাকছেন ডিএমপি কমিশনার শফিকুল

আরও এক বছর পদে থাকছেন ডিএমপি কমিশনার শফিকুল

'ঈদে বাড়ি গেলে স্বর্ণালংকার আত্মীয়ের কাছে রাখার পরামর্শ'

বিএনএ,ঢাকা : আরও একছর স্বপদে বহাল থাকছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। অবসরে না পাঠিয়ে তাকে  আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা বৃহস্পতিবার (২৮ অক্টোবর)এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সরকারের চাকরি আইন-২০১৮ অনুযায়ী বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মোহা. শফিকুল ইসলামকে তার অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করে ৩০ অক্টোবর বা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য ডিএমপি কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

২৯ অক্টোবর শফিকুলের বয়স ৫৯ বছর পূর্ণ হবে। এর পরের দিন থেকে অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল তার।

২০১৯ সালের ৭ সেপ্টেম্বর ডিএমপি কমিশনারের দায়িত্ব নেওয়া মোহা. শফিকুল ইসলাম বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা। ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়।

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি নারায়ণগঞ্জ, পটুয়াখালী, সুনামগঞ্জ ও কুমিল্লা জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ