24 C
আবহাওয়া
১০:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বিশেষ ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ টিকা পাচ্ছেন ৮০ লাখ মানুষ

বিশেষ ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ টিকা পাচ্ছেন ৮০ লাখ মানুষ

বিশেষ ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ টিকা পাচ্ছেন ৮০ লাখ মানুষ

বিএনএ ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনের আওতায় করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা গ্রহণকারী ব্যক্তিদের দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৮শে অক্টোবর) কাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলবে। তবে, প্রয়োজন হলে সময় বাড়িয়ে এ কর্মসূচি চালানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

দেশের ইউনিয়ন, পৌরসভা, জেলা এবং সিটি করপোরেশন এলাকায় গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। আজ কোনো ব্যক্তিকে প্রথম ডোজ টিকা দেয়া হচ্ছে না। কেবলমাত্র গত ২৮ সেপ্টেম্বর যারা প্রথম ডোজ নিয়েছিলেন তারাই দ্বিতীয় ডোজ পাচ্ছেন। এছাড়া কোনো ব্যক্তি কেন্দ্র পরিবর্তন করেও টিকা নিতে পারবেন না।

এদিকে, প্রথম ডোজের ক্ষেত্রে কয়েক দিনে লক্ষ্যমাত্রা পূরণ করলেও দ্বিতীয় ডোজে একই দিনে ৮০ লাখ লোককে টিকা দিতে চায় স্বাস্থ্য অধিদফতর।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর ৮০ লাখ মানুষকে একসঙ্গে টিকা দেয়ার কথা ছিল। তবে এক দিনে সেই লক্ষ্যমাত্রা পূর্ণ হয়নি। ২৯ সেপ্টেম্বরসহ ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জনকে প্রথম ডোজের টিকা দেয়া হয়।

বৃহস্পতিবার ৮০ লাখ লোককে দ্বিতীয় ডোজের টিকা দেয়া সম্পন্ন হলে প্রায় তিন কোটি মানুষ পূর্ণ দুই ডোজ টিকার আওতায় আসবেন। এর মাধ্যমে পূর্ণ দুই ডোজ টিকা পাবেন দেশের ১৭ শতাংশ মানুষ।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ