বিএনএ, স্পোর্টস ডেস্ক : আইসিসি প্রকাশিত টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশে অবস্থান এখন দশম। বাংলাদেশের ওপরে আছে ক্রিকেটের টেস্ট সংস্করণে বাংলাদেশের ১৭ বছরের জুনিয়র আফগানিস্তান।
বুধবার হালনাগাদ করা নতুন তালিকায় টেস্ট ক্রিকেটের নবীনতম দল আফগানিস্তান দুই ধাপ উপরে উঠে এসেছে। অবস্থানের অবনতি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের। আফগানিস্তানের রেটিং পয়েন্ট এখন ৫৭, বাংলাদেশের রেটিং পয়েন্ট ৫৫।
আইসিসি র্যাংকিং হালনাগাদের সময় ৩৬ মাস থেকে ৪৮ মাসের একটা সময় কালকে বিবেচনা করে। এই সময়ে একটি টেস্ট দল যদি তার চেয়ে শক্তিশালী টেস্ট দলের সাথে জয় পায় তাহলে জয়ী দলের পয়েন্ট বেশি বাড়ে। তাই আফগানিস্তান বাংলাদেশকে হারানোর ফলে পেয়েছে পয়েন্ট বাড়তি এবং বাংলাদেশের চেয়ে এগিয়ে গেছে। এই সময়কালের মধ্যে বাংলাদেশ কোনো টেস্ট ম্যাচেই সুবিধা করতে পারেনি। বরং জিম্বাবুয়ের সাথে ২০১৮ সাল এবং আফগানিস্তানের সাথে ২০১৯ সালে হেরে গেছে। অবশ্য বাংলাদেশের জন্য সামনে সুযোগ আছে পয়েন্ট তালিকার নয়ে ওঠার।
তবে র্যাংকিংয়ে আবার ওপরে উঠার সুযোগ আছে বাংলাদেশের। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। এর একটি ম্যাচে ড্র করতে পারলেই আফগানদের পেছনে ফেলবে বাংলাদেশ। দ্বিতীয় সারির উইন্ডিজ দলের সাথে ড্র নয়, জয়ের লক্ষ্যেই অবশ্য মাঠে নামবে টাইগাররা। জয় পেলে তখন রেটিং পয়েন্টও বেড়ে যাবে বেশ।
বিএনএনিউজ/এইচ.এম।