22 C
আবহাওয়া
৪:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » গাজী টায়ার কারখানায় আবারও জ্বলে উঠেছে আগুন

গাজী টায়ার কারখানায় আবারও জ্বলে উঠেছে আগুন

gazi tyre

বিএনএ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে গাজী টায়ারস কারখানার ছয়তলা ভবনটিতে আগুন নেভানোর ঘোষণা দেওয়া হলেও আবারও সেখানে আগুন জ্বলতে দেখা গেছে।

রোববার দিনভর লুটপাটের পর রাতে কারখানাটিতে দেওয়া আগুন দীর্ঘ ৩২ ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার ভোর ৫টার দিকে নেভানো হয় বলে জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। কিন্তু মঙ্গলবার বিকাল থেকে ছয় তলা ভবনটির কোথাও কোথাও আবার আগুন জ্বলতে শুরু করে। ধীরে ধীরে তা বাড়ছিল।

সন্ধ্যা ৬টায় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, ভবনটির ভেতরে কয়েকটি স্থানে এখনও আগুন জ্বলছে৷ আমরা তা নেভাতে কাজ করছি৷ আগুন নেভানোর আগ পর্যন্ত ভবনটির ভেতরে প্রবেশ করা যাচ্ছে না৷

তিনি আরো বলেন, তাছাড়া দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকার কারণে ভবনটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে৷ ফলে হতাহতের বিষয়ে খোঁজ করতে উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না৷

সন্ধ্যা সাড়ে ৭টায়ও ভবনটির পঞ্চম ও ষষ্ঠ তলাতে তীব্র আকারে আগুন জ্বলতে দেখা গেছে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন৷

এদিকে, ভোরে আগুন নেভানোর পর বিকেলের দিকে ভবনটিতে উদ্ধার অভিযান চালানোর একটি পরিকল্পনা ছিল ফায়ার সার্ভিসের। ভবনটিতে প্রবেশ করা যাবে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে গণপূর্ত বিভাগের ‘এক্সপার্ট প্রকৌশলী’ দলেরও সহযোগিতা চান ফায়ার সার্ভিস। তবে, দুপুরে গণপূর্তের একটি দল আসলে প্রচণ্ড ত্তাপ ও কিছু অংশে আগুন জ্বলতে থাকার কারণে কেউ ভেতরে প্রবেশ করতে পারেননি।

নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ছাইফুল ইসলাম জানান, তাদের প্রকৌশলীদের একটি দল দুপুরে ভবনটি পরিদর্শনে আসেন। কিন্তু তখনও ভবনটিতে আগুন নিভে গেলেও অতিরিক্ত উত্তাপ থাকার কারণে ভেতরে প্রবেশ করতে পারেননি।

তিনি বলেন, বাইরে থেকে দেখেছি, আগুনের তাপে ভবনটির বিভিন্ন অংশ থেকে কংক্রিট খসে পড়ছে। কয়েকটি স্থানে তখনো আগুন জ্বলছিল। ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগামীকাল মধ্যে তারা আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হবে। তখন আমরা আবার এসে পর্যবেক্ষণ করে ভবনটিতে ঢুকে উদ্ধার অভিযান চালানো যায় কিনা সে ব্যাপারে পরামর্শ দেব।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে-মৎস্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌ উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন--ভূমি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১, আহত ৮ রাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড় চসিকে যে দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র বের হওয়া উচিত : মেয়র