21 C
আবহাওয়া
৯:১৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে পুলিশ হেফাজত থেকে দুই কিশোরের পলায়ন

ময়মনসিংহে পুলিশ হেফাজত থেকে দুই কিশোরের পলায়ন

ময়মনসিংহে পুলিশ হেফাজত থেকে দুই কিশোরের পলায়ন

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে পুলিশ হেফাজতে কিশোর উন্নয়ন কেন্দ্রে তিন কিশোরকে নিয়ে যাওয়ার সময় দুই কিশোর পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া কিশোরদের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় নাম প্রকাশ করেনি পুলিশ। রোববার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ভালুকা উপজেলার ভরাডোবা থেকে দুই কিশোর আসামী পালিয়ে যায়।

সোমবার (২৮ আগস্ট) বিকালে এঘটনায় ভালুকা মামলা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন: নোবিপ্রবিতে শোকাবহ আগস্টের নীল দলের আলোচনা সভা

থানা সূত্র জানায়, গত ২৬ আগস্ট ফুলবাড়িয়া থানায় চুরির মামলায় তিন কিশোরকে আটক করে পুলিশ। গ্রেপ্তারের পরদিন ২৭ আগস্ট তিনজনকে আদালতে তোলা হলে বিচারক তাদের গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ওই দিন রাতে সিএনজিযোগে তাদের গাজীপুর কিশোর সংশোধনাগারে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে ভালুকার ভরাডোবা থেকে দুই কিশোর পালিয়ে যায়।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম বলেন, ফুলবাড়িয়া থানা থেকে তিন কিশোরকে গাজীপুর কিশোর সংশোধনাগারে নিয়ে যাওয়ার সময় দুই কিশোর পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন: নেত্রকোণায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

বিএনএনিউজ/হামিমুর রহমান,বিএম

Loading


শিরোনাম বিএনএ