31 C
আবহাওয়া
১১:৩৬ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » রাবিসাসের উদ্যোগে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

রাবিসাসের উদ্যোগে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা


­বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে, জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ক্যারিয়ার কাউন্সিল এন্ড ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডিসি) গ্যালারিতে এই সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাবির বঙ্গবন্ধু অধ্যাপক সনৎ কুমার সাহা ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবুল কাশেম।

বঙ্গবন্ধু অধ্যাপক সনৎকুমার সাহা বলেন, ‘বঙ্গবন্ধুর মূল্যবোধগুলো আমাদের স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণা জুগিয়েছে। ১৯৪৮ সাল থেকে বাংলার মানুষের যে চাওয়া ছিল তা আদায়ে তারা হোচট খেতে থাকেন। বায়ান্নর ভাষা আন্দোলনেও তিনি সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছিলেন।’

বিশিষ্ট এই অধ্যাপক আরও বলেন, ‘বাষট্টির শিক্ষা আন্দোলনে বঙ্গবন্ধু একটি বিস্ফোরণ ঘটান। পরবর্তীতে ছয় দফা ঘোষণা করেন। এখানে মূলত পশ্চিম পাকিস্তানের সাথে তিনি আমাদের যে বৈষম্য সেটিকে তুলে ধরেন। দেশভাগের সময় পূর্ব পাকিস্তানের জনগণ ছিল সংখ্যাগরিষ্ঠ। সংসদে সেই তুলনায় আসন দেওয়া হয়নি। ১৬২ টি আসন ছিল পূর্ব পাকিস্তানে আর ১৩৮টি পশ্চিম পাকিস্তানের। তবে ৭০’র নির্বাচনে ঢালাওভাবে ভোট দিয়ে এ দেশের জনগণ আওয়ামী লীগকে জয়ী করে। এরপর আওয়ামী লীগ সরকার গঠন করবে এটাই স্বাভাবিক কিন্তু পশ্চিমারা তাদের দখল ধরে রাখতে চায় এবং ২৫শে মার্চ রাতে তারা বাংলাদেশের মানুষের উপর আগ্রাসন চালায়।’

অধ্যাপক আবুল কাশেম তাঁর বক্তব্যে বলেন, ‘সমন্বয়বাদী চিন্তা থেকে বঙ্গবন্ধু রাজনৈতিক দর্শন তৈরি করেছিলেন। বঙ্গবন্ধু বিশ্বাস করতেন বাঙ্গালিদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের ক্যাপাসিটি আছে। ১৯৪৭ সালে যখন ভারত-পাকিস্তান আলাদা রাষ্ট্র হবে এই বিল পাশ হয় তখন কলকাতার নিখিল বাংলা মুসলিম লীগের কিছু ছাত্র বিজয় উল্লাস করার জন্য আলোচনা করেছিল। সেখানে সকলের মতের বিপরীতে বঙ্গবন্ধু বলেছিলেন, যেই পাকিস্তান সৃষ্টি হচ্ছে সেখানে পূর্ব বাংলার জনগণ খুব বেশিদিন থাকবে না।’

উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘বঙ্গবন্ধু বাঙালি জাতীয়তাবাদ ধারণ করেছিলেন। তিনি হিন্দু ও মুসলমানদের মধ্যে বাঙালি সংস্কৃতি গড়ে তুলেছিলেন। তার হৃদয়ে যে বাঙালি জাতীয়তাবাদ জাগ্রত হয়েছিল তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশকে পেয়েছি। বঙ্গবন্ধু আমাদের মুক্তির আকাঙখা সৃষ্টি করেছিলেন। এটি তার অন্যতম কৃতিত্ব। ৭২ পরবর্তী সময়ে বঙ্গবন্ধুকে নিয়ে অনেক পত্রিকা ঋণাত্মক একটা ধারণা পোষণ করেছিলেন। সেই দূর্বলতাকে ধারণ করে স্বাধীনতাবিরোধী শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।’

এছাড়া উপাচার্য উপস্থিত সাংবাদিকদের বঙ্গবন্ধু সম্পর্কিত অন্তত ৫ টি মূল্যবান বই পড়ার পরামর্শ দেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সভাপতি নুরুজ্জামান খান। সংগঠনের সাধারণ সম্পাদক নূর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম, রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

বিএনএ, সাকিব/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ