19 C
আবহাওয়া
৮:৪৩ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিএনএ, বোয়ালখালী : চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে মায়েশা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার  (২৮ আগস্ট) সাড়ে ৪টার দিকে উপজেলার চরণদ্বীপ মসজিদ ঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত মায়েশা বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী ফুলতল এলাকার মাহাদারো বাড়ির মো.আকতারের মেয়ে।

মায়েশার মামা রাশেদ জানান, বিকেলে খেলার সময় মায়েশা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মায়েশা মায়ের সাথে দুইদিন আগে নানার বাড়িতে বেড়াতে এসেছিলো।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ওহি উদ্দিন বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটের সময় মায়েশা নামের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এসময় শিশুটিকে মৃত ঘোষণা করা হয়েছে।

বিএনএ/বাবর,এমএফ

Loading


শিরোনাম বিএনএ