বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার কবি সৈয়দ আবদুল ওয়াজেদের আম্মা নুরুন্নাহার বেগম (৯০) শনিবার দিবাগত রাত ১০টায় ঢাকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ রোববার(২৮ আগস্ট) জোহর নামাজের পর বাহ্মণবাড়িয়ার কসবা রানিয়ারা গ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
সৈয়দ আবদুল ওয়াজেদের মায়ের ইন্তেকালে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এর পক্ষ থেকে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।
বিএনএ/ ওজি, জিএন