26 C
আবহাওয়া
৭:৫২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » অপহরণের ২৩ ঘন্টা পর শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

অপহরণের ২৩ ঘন্টা পর শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অপহরণের ২৩ ঘন্টার মাথায় শিশু শিক্ষার্থী ফারিহা জান্নাত (৮) এর মরদেহ পাওয়া গেছে।

শুক্রবার(২৮ জুলাই) বিকাল ৫ টার দিকে নিজ শিক্ষা প্রতিষ্ঠান হ্নীলা দারুস্ সুন্নাহ মাদ্রাসার পেছনে মরদেহটি পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে বাড়ির সামনে রাস্তা থেকে অপহরণ করা হয় ফারিহাকে। ফারিহা টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার সানা উল্লাহর মেয়ে এবং হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী।

ফারিহার বাবা ছানা উল্লাহ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ির সামনের রাস্তা থেকে মেয়েকে তুলে নিয়ে যায় দুবৃর্ত্তরা। এরপর বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। রাতে আমার মোবাইল ফোনে একটি নম্বর থেকে কল করে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছিল। আজকে মেয়ের মরদেহ পাওয়া গেছে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ৷ তিনি জানান, অপরাধীদের ধরতে আমাদের টিম মাঠে কাজ করছে।

বিএনএ/ শাহীন, ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ