24 C
আবহাওয়া
১২:৩০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ঢামেকের বার্ন ইউনিটে অগ্নিকাণ্ড

ঢামেকের বার্ন ইউনিটে অগ্নিকাণ্ড


বিএনএ, ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার সকাল ১০টার দিকে বার্ন ইউনিটের পঞ্চম তলায় ৫১১ ডক্টরস রুমে এসির শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ইন্সপেক্টর মো. ইউনুস জানান, একজন চিকিৎসকের বন্ধ রুমে এসির শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে আগুন তেমন ছড়িয়ে না পড়লেও ধোঁয়া ছড়িয়ে পড়ে। ধোঁয়া মেশিন দ্বারা বের করা হচ্ছে।

এদিকে ঘটনাস্থল থেকে অনেকেই জানান, চিকিৎসকের রুম বন্ধ ছিল। তিনি ছুটিতে ছিলেন। পরে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে আগুন নির্বাপণের চেষ্টা করা হয়। এর কিছুক্ষণ পরেই ফায়ার সার্ভিস চলে আসে। এ সময় পাঁচ তলায় থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই চিৎকার-চেঁচামেচি করে সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখা যায়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাসুদ মিয়া বলেন, চিকিৎসকের রুম বন্ধ থাকায় আগুন ছড়াতে পারেনি। পরে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এএসআই মাসুদ মিয়া বলেন, ‘এসময় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
রাজধানীতে ট্রাকে ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনায় সিরিয়ায় ব্যাপক বিক্ষোভ আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয় বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ---তথ্য উপদেষ্টা রাজধানীতে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান মন্ত্রিপরিষদ সচিবের ভাইয়ের নামে বরাদ্দকৃত বনভূমির বরাদ্দ বাতিল হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে প্রতিশ্রুতি ৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ খসড়ার চূড়ান্ত অনুমোদন