বিএনএ, বিশ্বডেস্ক : গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে অন্তত আরও ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। সোমবার (২৮ এপ্রিল) আল জাজিরা সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে চিকিৎসা সূত্রের বরাত দিয়ে জানানো হয়, রোববার গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন। সোমবার ভোরের দিকেও ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় আরও ১৭ জন ফিলিস্তিনি প্রাণ হারান।
পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানায়, , ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৫২ হাজার ২৪৩ জনে পৌঁছেছে। আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১৭ হাজার ৬৩৯ জনে। নতুন করে আহত ১১৫ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৫ মাসের সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে গত ১৯ জানুয়ারি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর প্রায় দু’মাস গাজায় তুলনামূলক শান্তি বজায় থাকলেও সেনা প্রত্যাহার ইস্যুতে হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ফের ইসরায়েল গাজায় বিমান হামলা শুরু করে।
বিএনএ/ ওজি/শাম্মী