বিএনএ, বিশ্বডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। বুধবার যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে।
সংস্থাটি বলেছে, সিরিয়ায় ইরানের সামরিক বাহিনী সংশ্লিষ্ট একটি গোলাবারুদ সংরক্ষণাগার এবং বেশ কয়েকটি স্থাপনা ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তু ছিল।
আল জাজিরার খবরে বলা হয়, সিরিয়ার সরকার বিমান হামলায় প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। তবে ইসরায়েল এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। ।
সামরিক সূত্রের বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা সানা বলেছে, বুধবার ভোরের দিকে ইসরায়েলি শত্রুরা বিমান হামলা চালিয়েছে… দামেস্কের আশপাশের কয়েকটি অবস্থান লক্ষ্য করা হয়েছে।
তদন্তে চার সৈন্য নিহত, অন্য তিনজন আহত এবং স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। সানা বলেছে, এর আগে গত ১৪ এপ্রিল দামেস্কের কাছে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। তবে ওই হামলায় কোনো হতাহত হয়নি।
বিএনএ/ ওজি