15 C
আবহাওয়া
১:৪৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

বিএনএ ঢাকা: রাজধানী ঢাকাসহ গাজীপুর, সিলেট, রংপুর, নেত্রকোণা,  শেরপুর, রাজশাহী, নওগাঁ, সিরাজগঞ্জ,জামালপুর, টাঙ্গাইল, কুড়িগ্রামসহ দেশের বিভিন্নস্থানে ভূকম্পন অনুভূত হয়েছে।বুধবার (২৮ এপ্রিল) সকাল ৮টা ২৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। ২৮ দশমিক ৯ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে।

প্রায় ২৭ সেকেন্ড স্থায়ী এ ভূকম্পনের পর আরও কয়েকটি প্রতিঘাত টের পাওয়া যায়। সে সময় আতঙ্কে রাজধানীসহ সারাদেশেই ঘর বাড়ি, দোকানপাট ও প্রতিষ্ঠান ছেড়ে খোলা রাস্তায় নেমে আসে মানুষ।  নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি করে অনেকেই।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিম্পের উৎপত্তিস্থল ছিল উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৯৭ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির কাছে শোনিতপুরে। স্থানীয় সময় বুধবার সকাল ৭টা ৫৫ মিনিটে  জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ জেলায় কম্পন অনুভূত হয়। এমনকি কলকাতাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে।যদিও এখন পর্যন্ত কোনো রকমের জীবনহানি কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। আলিপুরদুয়ার ও কোচবিহারে রাস্তায় বেরিয়ে পড়েন মানুষ।

বাংলাদেশ ও ভারত ছাড়াও মিয়ানমার, ভুটান ও চীনের বিভিন্ন স্থানেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানায় রয়টার্স।

উল্লেখ্য, রিখটার স্কেলে ৫ থেকে ৫ দশমিক ৯ পর্যন্ত মাত্রাকে মাঝারি ধরনের ভূমিকম্প বলা হয়। আর ৪ দশটিক ৯ মাত্রার ভূমিকম্প হলে তাকে মৃদু ভূমিকম্প এবং ৬ হলে শক্তিশালী ভূমিকম্প বলা হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ