বিএনএ, ঢাকা : রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদায় প্রতিটি মসজিদে উপচে পড়া ভিড় দেখা গেছে। মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নামে। মসজিদে জায়গা না হওয়ায় অনেকে মসজিদের ছাদে, খোলা মাঠে, সড়কে জামাতে অংশ নেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমাতুল বিদা উপলক্ষ্যে নামাজ পূর্ব বয়ানে খতিব মুফতি আবদুল মালেক মাহে রমজান, শবে কদর, জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে আলোচনা করেন। জাকাত ও ফিতরা আদায়ের প্রয়োজনীয়তার ব্যাপারে উপস্থিত মুসল্লিদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
এবার শবে কদর ও জুমাতুল বিদা একসঙ্গে হওয়ায় বাবা-চাচা-মামার হাত ধরে মসজিদে আসে শিশু-কিশোররাও। তাদের হাতে ছিল জায়নামাজ। একই চিত্র রাজধানী ও জেলার সব মসজিদেরই।
প্রতিটি মসজিদে দেশ ও জাতির সমৃদ্ধি, গাজা ফিলিস্তিনসহ বিশ্বশান্তির জন্য মোনাজাতে দোয়া করা হয়।
জুমার পর মুসল্লিরা ছুটে যান স্বজনদের কবরস্থানে। সেখানে শায়িত দাদা-দাদি, নানা-নানি, মা-বাবাসহ স্বজনদের মাগফেরাতের জন্য দোয়া করেন।
বিএনএনিউজ/এইচ.এম।